সূরা আর-রহমান

 বিসমিল্লাহ হির রহমানির রহীম ।

১. করুনাময় আল্লাহ। 

২. তিনিই শিক্ষা দিয়েছেন কোরআন,  

৩. তিনিই সৃষ্টি করিয়াছেন মানুষ,  

৪.তিনিই তাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করিতে।  

৫. সূর্য ও চন্দ্র আবর্র্তন করে নির্ধারিত কক্ষপথে,

৬. এবং নক্ষত্ররাজী ও বৃক্ষাদি তাঁহারই সিজদারত রহিয়াছে।  

৭. তিনি  আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন মানদন্ড,  


৮. যাহাতে তোমরা সীমালংঘন না কর মানদন্ডে।  

৯. তোমরা ন্যায্য ওজন কায়েম কর এবং ওজনে কম  দিও না।  

১০. তিনি পৃথিবীকে স্থাপন করিয়াছেন সৃষ্ট জীবের জন্য। 

 

১১. ইহাতে রহিয়াছে ফলমূল এবং খর্জুর বৃক্ষ যাহার ফল আবরণ যুক্ত,   


১২. আর আছে খোসা বিশিষ্ট শস্য ও সুগন্ধিযুক্ত ফুল।  

                                                                            
                                                                                                      সূরা আর রহমান এর ভিডিও দেখতে    

১৩. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?  


১৪. মানুষকে তিনি সৃষ্টি করিয়াছেন পোড়া মাটির মত শুষ্ক মৃত্তিকা হইতে, 

১৫. এবং জিনকে সৃষ্টি করিয়াছেন নির্ধূম অগ্নিশিখা হইতে।


১৬. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?


১৭. তিনিই দুই উদয়চল এবং দুই অস্তাচলের মালিক।


১৮. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?


১৯. তিনিই প্রবাহিত করেন দুই দরিয়া যাহারা পরস্পর মিলিত হয়, 

দুটি সাগর একত্রে অথচ মিশতে পারে না!

২০. কিন্তু উহাদের মধ্যে রহিয়াছে এক অন্তরাল যাহা উহারা অতিক্রম  করিতে পারে না।

২১. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?


২২. উভয় দরিয়া হইতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল।


২৩. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?


২৪. দরিয়ায় বিচরণশীল পর্বতদৃশ্য জাহাজসমূহ তাঁহারই নিয়ন্ত্রণাধীন;



২৫. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

২৬.ভূপৃষ্ঠে  যাহা কিছু আছে সবকিছুই ধ্বংসশীল।


২৭. অবিনশ্বর কেবল তোমার প্রতিপালকের সত্তা, যিনি মহিময় ও মহানুভব;


২৮. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?


২৯. নভোমন্ডল ও ভূমন্ডলের সবাই তার কাছে প্রার্থী। তিনি সর্বদাই কোন না কোন কাজে রত আছেন।


৩০. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?


৩১. হে মানুষ ও জিন! আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করিব,


৩২. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?


৩৩. হে মানুষ ও জিন সম্প্রদায়! আকাশমন্ডল ও ভূমন্ডলের সীমা তোমরা যদি অতিক্রম করিতে পার, তবে অতিক্রম কর, কিন্তু তোমরা অতিক্রম করিতে পারিবে না ছাড়পত্র ব্যতিত।


৩৪. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?


৩৫ . তোমাদের প্রতি প্রেরিত হইবে অগ্নিশিখা ও ধূম্রপুঞ্জ  তখন তোমরা প্রতিরোধ করিতে পারিবে না।


৩৬. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?


৩৭. যেই দিন আকাশ বিদীর্ণ হইবে সেই দিন উহা রক্ত-রঙ্গে রঞ্জিত চামড়ার রূপ ধারণ করিবে।


৩৮. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?


৩৯. সেই দিন না মানুষকে তাহার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে, না জিনকে।


৪০. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?


৪১. অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাহাদের চেহারা থেকে, অতঃপর তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেয়া হবে।


৪২. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?


৪৩. ইহাই সেই জাহান্নাম, যাহা অপরাধীরা অবিশ্বাস করিত,

৪৪. উহারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মধ্যে ছুটাছুটি করবে।


৪৫. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?


৪৬. যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে, তার জন্য রয়েছে  দুইটি উদ্যান।


৪৭. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?


৪৮. উভয় উদ্যানই ঘন শাখা-পল্লববিশিষ্ট।


৪৯. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?


৫০. উভয় উদ্যানে আছে বহমান দুই প্রস্রবন।


৫১. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?


৫২. উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে।


৫৩. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?


৫৪. তারা তথায় রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে। উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে।


৫৫. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?


৫৬.তথায় থাকবে আনতনয়ন রমনীগন, কোন জিন ও মানুষ পূর্বে যাদের ব্যবহার করেনি।


৫৭. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?


৫৮. প্রবাল ও পদ্মরাগ সদৃশ রমণীগণ।


৫৯. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?


৬০. সৎকাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে?


৬১. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?


৬২. এই উদ্যানদ্বয় ব্যতীত  আরো দুইটি উদ্যান রহিয়াছে।


৬৩. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?


৬৪. ঘন সবুজ এই উদ্যান দুইটি।


৬৫. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?


৬৬. উভয় উদ্যানে আছে উচ্ছলিত দুই প্রস্রবন।


৬৭. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?


৬৮. তথায় আছে ফল-মূল, খর্জুর ও আনার।


৬৯. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?


৭০. সেই উদ্যান সমূহের মাঝে রহিয়াছে সুশীলা, সুন্দরী রমনীগণ।


৭১. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?


৭২. তাহারা হূর, তাঁবুতে সুরক্ষিতা।


৭৩. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?


৭৪. ইহাদেরকে ইতিপূর্বে কোন মানুষ অথবা জিন স্পর্শ করে নাই।


৭৫. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?


৭৬. উহারা হেলান দিয়া বসিবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে। 


৭৭. অতএব, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?


৭৮. কত পূণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব।

ভিডিও দেখতে

সম্মানিত দ্বীনি ভাই-বোন, আসুন আমরা পবিত্র কোরআনের বাংলা অর্থ জানি এবং সেই অনুযায়ী আমল করি। আমাদের কোরআনের বাংলা অর্থ জানা অতি প্রয়োজন। কেননা আমরা যদি কোরআনের বাংলা অর্থ না জানি তাহলে , আমরা কিছুই জানব না।

মহান আল্লাহ-তায়ালা তাঁহার পবিত্র কি বলতে চেয়েছেন, আমরা সেটা যদি না বুঝতে পারি তাহলে সঠিকভাবে তাঁহার আদেশ-নিষেধ মেনে চলতে পারব না। 

 

ধন্যবাদান্তে,

নাসির উদ্দিন মিলন।






0 Comments

আমার ব্লগ তালিকা